ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

দেশে পাঁচ কোটির ওপর মানুষ খাদ্যবঞ্চিত: খালেদা জিয়া

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৭ রবিবার

খালেদা জিয়ার টুইটার থেকে নেওয়া (ফাইল ফটো)

খালেদা জিয়ার টুইটার থেকে নেওয়া (ফাইল ফটো)

দেশের খাদ্য পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘একটি সমীক্ষা বলছে, দেশে ৫ কোটির ওপর মানুষ খাদ্যবঞ্চিত। প্রকৃত চিত্র আরও ভয়াবহ।’ রোববার দুপুর ৩টায় বাংলা ও ইংরেজি ভাষায় আলাদা টুইট বার্তায় তিনি এসব কথা বলেন।

টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, ‘এক দশক ধরে চাল-ডাল পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে এখন।’ তিনি বলেন, ‘উন্নয়ন কথামালায় থাকলেও, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে। তারা মুক্তি চায়। ’

এসএইচ/