ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

বিজেপি-কংগ্রেস সমানে সমান টক্কর

প্রকাশিত : ১০:০৮ এএম, ১৮ ডিসেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ১২:৫৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭ বুধবার

গণনার শুরুতে বিজেপি কিছুটা এগিয়ে থাকলেও, এই মুহূর্তে সমানে সমানে টক্কর চলছে বিজেপি আর কংগ্রেসের মধ্যে। এ বার জিতলে টানা ছ’বার গুজরাট বিধানসভার দখল থাকবে বিজেপির হাতে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষমতাসীন বিজেপি আর কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। একদিকে তিন তরুণ তুর্কির স্থানীয় ‘জাতভিত্তিক’ লড়াইয়ের সঙ্গে জাতীয় কংগ্রেসের মেলবন্ধ আর অপরদিকে নরেন্দ্র মোদির নিজস্ব ‘ক্যারিশমা’- এই দুইয়ের মধ্যে শেষপর্যন্ত কাকে বেছে নিবেন গুজরাটের ভোটাররা তার চূড়ান্ত ক্ষণের অপেক্ষা।
আজ সোমবার সকালে ভারতের গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ ফলাফলে দেখা যায়, গুজরাট রাজ্যের নির্বাচনে বিজেপি ৭৯টি আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে ৭৮টি আসনে।
১৮২ আসনের গুজরাটে ৯২ আসনে জয় পেলেই সরকার গঠন করতে পারবে বিজেপি বা কংগ্রেস।
একই সঙ্গে আজ হিমাচল প্রদেশের নির্বাচনেও ফলাফল প্রকাশিত হচ্ছে। প্রাথমিক ফলাফলে হিমাচল কংগ্রেসের বেহাত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। দেখা যাচ্ছে, ৬৮ আসনের হিমাচল প্রদেশে বিজেপি ১৮ আর কংগ্রেস ১০টি আসনে এগিয়ে আছে।
কংগ্রেস প্রধান হিসেবে মাত্র দুদিন হয় দায়িত্ব নিয়েছেন রাহুল গান্ধী। গতকাল রোববার পাঞ্জাবে তিনটি পৌরসভায় জাতীয় কংগ্রেস ভালই ফল করেছে।
সূত্র : এনডিটিভি
এসএ/