মঙ্গলবার আদালতে যাবেন খালেদা জিয়া
প্রকাশিত : ০৭:৪১ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৭ সোমবার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার আদালতে যাবেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জাকির হোসেন ভূঁইয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার হাজিরা দিতে খালেদা জিয়া আদালতে যাবেন।
আগামীকাল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানির দিন নির্ধারিত রয়েছে। রাজধানীর বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দেবেন তিনি।
উল্লেখ্য, ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ তেজগাঁও থানায় দুর্নীতির মামলা দায়ের করেন।
একে//