সংবিধান অনুযায়ীই হবে আগামী নির্বাচন : হাছান মাহমুদ
প্রকাশিত : ০১:২৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০১:২৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এ ফর্মূলা সে ফর্মূলা দিয়ে কোনো কাজ হবে না। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। সংবিধানের এক চুলও ব্যত্যয় হবে না। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত মহান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, আপনার যে ফর্মূলাই দিন না কেনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে। আর নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক মন্ত্রী শামসুল হক প্রমুখ।
টিআর/এমআর