ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

বরিশাল গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭ বুধবার

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টা ও দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরনদী কাশেমাবাদ এলাকার কাশেম মোল্লার ছেলে ভ্যান চালক মিলন মোল্লা (৩০) এবং পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ঘোষকাঠি গ্রামের বাবুল ফকিরের ছেলে অটোরাইস মিলের শ্রমিক নাঈম ফকির (২৫)।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, মিলন মোল্লা ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে বাটাজোর থেকে গৌরনদীর দিকে যাচ্ছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে গৌরনদীর দক্ষিণ বাটাজোর এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন মোল্লার মৃত্যু হয়।

এর আগে সকালে বার্থী তাঁরা মায়ের (কালী) মন্দিরের কাছে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস পথচারী বার্থী এলাহী অটোরাইস মিলের শ্রমিক নাঈম ফকিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী নাঈম ফকির নিহত এবং ভ্যান চালক বাচ্চু মিয়া গুরুতর আহত হন।

এ ঘটনায় বাস দুটি আটক করা হলেওে এর চালক পালিয়ে যায়।

 

আর