একজন জনপ্রিয় নায়িকা আমাকে ঠকিয়েছে : শাহিদ কাপুর
প্রকাশিত : ১০:৫৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭ বুধবার

বিয়ে সংসার সবই চলছে। ফুটফুটে এক সন্তানের বাবাও হয়েছেন। কিন্তু হঠাৎ করে সাবেকদের নিয়ে কথা বলতে গিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে শাহিদ কাপুর।
সম্প্রতি শাহিদ কাপুর স্বীকার করেছেন যে তার একজন সাবেক প্রেমিকা তাকে ঠকিয়েছেন। ভ্যোগ ম্যাগাজিনের বিএফএফ সেকশনের জন্য সাক্ষাৎকার দিতে উপস্থিত হয়েছিলেন শাহিদ কাপুর এবং তার স্ত্রী মীরা রাজপুত। সেখানে শাহিদকে প্রশ্ন করা হয় কোনদিন কোনো সহঅভিনেত্রীর প্রেমে পড়েছেন কি না। উত্তরে তিনি জানিয়েছেন‚ একজন নয় দুজন সহনায়িকার প্রেমে পড়েছিলাম। একই সঙ্গে তিনি যোগ করেন ‘একজন খুব জনপ্রিয় নায়িকা আমাকে ঠকিয়েছে!’
শাহিদ কাপুর এখনো অবধি দুজন খুব জনপ্রিয় নায়িকার সঙ্গে প্রেম করেছেন। প্রথমজন হলেন কারিনা কাপূর এবং দ্বিতীয়জন হলেন প্রিয়াঙ্কা চোপড়া। কারিনার সঙ্গে ব্রেক আপের পর বেশ কিছুদিন শাহিদ আর প্রিয়াঙ্কা প্রেম করেছেন। কিন্তু দুজনেই সেই কথা আজ অবধি স্বীকার করেন নি। শোনা যায় কারিনা নাকি শাহিদকে বিয়ে করতেও রাজি ছিলেন।
কিন্তু সেই সময় সেটেল হতে চাননি শাহিদ‚ আর এই কারণেই ওঁর আর বেবোর সম্পর্ক ভেঙ্গ যায়।
এসি/