ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

পরিচালক আজাদ খান মারা গেছেন

প্রকাশিত : ১০:৫০ এএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

মারা গেছেন চলচ্চিত্র পরিচালক আজাদ খান (ইন্না লিল্লাহি … রাজিউন)। বুধবার দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। দীর্ঘদিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

আজাদ খানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক বজলুর রাশেদ চৌধুরী।

তিনি বলেন, ‘বুধবার দুপুর ১২টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। আজাদ খানের মরদেহ তাঁর গ্রামের বাড়ি বাসতায় নেওয়া হয়। সেখানেই জানাজা শেষ দাফন করা হয়েছে।’

বজলুর রাশেদ আরও বলেন, ‘আজাদ খান শুরুতে স্টিল ফটোগ্রাফার হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। কিন্তু গল্প ও মেকিং নিয়ে অনেক ভাবতেন তিনি। এক সময় চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। ফটোগ্রাফার হিসেবে যেমন তিনি সুনামের সঙ্গে কাজ করেছেন, তেমনি তার চলচ্চিত্রগুলোও দর্শক পছন্দ করেছেন। আমরা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করি। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, ‘ওয়ানটেড’, ‘গেরিলা বাহিনী’, ‘ডেঞ্জার’, ‘ডেঞ্জার মিশন’, ‘ক্রস ফায়ার’, ‘গুটিবাজ’, ‘ওরা অগ্নিকন্যা’সহ বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন আজাদ খান।

এসএ/