ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৫ ১৪৩১

উ. কোরিয়ার সৈন্যের পক্ষত্যাগ

সীমান্তে গুলি দক্ষিণ কোরিয়ার

প্রকাশিত : ১১:৩৬ এএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

সীমান্তে সতর্কতামূলক গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার এক সেনা সদস্য পার্শ্ববর্তী দেশে ঢুকে পড়ায় বৃহস্পতিবার সকালে গুলি চালায় সিউল সেনারা। খবর বিবিসির।

বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার সকাল ৮ টার দিকে উত্তর কোরিয়ার এক সেনা বেসামরিক এলাকায় ঢুকে পড়ে। ওই সেনাসদস্য সীমান্তে দায়িত্ব পালনের সময় ঘনকুয়াশায় অসুস্থ্য হয়ে পড়ে প্রতিবেশি দেশের ভেতর ঢুকে পড়ে। সে দলত্যাগ করেছে। এ নিয়ে চলতি বছরে উত্তর কোরিয়ার চার সেনা দলত্যাগ করল।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, তার সেনারা সীমান্তে সতর্কতামূলক ২০ রাউন্ড গুলি ছোঁড়েছে। পক্ষবদল করা সেনাদের সন্ধানে এ গুলি চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পক্ষত্যাগী ওই সেনাকে কারাগারে নেওয়া হয়েছে। সিউল বলছে, কেন সে সীমান্তে ঢুকে পড়েছে সেটি নিয়ে তদন্ত করা হচ্ছে।  

/ এআর /