ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

সড়ক দূর্ঘটনার মামলায় প্রথমবারের মতো ক্ষতিপূরন দিতে সুপ্রিম কোর্টের রায়

প্রকাশিত : ১১:০৭ এএম, ১৮ এপ্রিল ২০১৬ সোমবার | আপডেট: ১১:০৭ এএম, ১৮ এপ্রিল ২০১৬ সোমবার

সড়ক দূর্ঘটনায় ক্ষতিপূরন চেয়ে করা মামলায় ক্ষতিপূরন দিয়ে প্রথমবারের মতো রায় দিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ের ফলে সড়ক দূর্ঘটনায় নিহত হলে গাড়ির মালিককে ক্ষতিপূরন দিতে হবে বলে জানান আইনজীবী। গত বুধবার ২৬ বছর আগে পেপসি কোলার গাড়ি চাপায় নিহত দৈনিক সংবাদের বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন মন্টুর পরিবারকে ১ কোটি ৬৯ লাখ টাকা ক্ষতিপূরন দেয়ার নির্দেশ দিয়ে রায় ঘোষনা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নানা চড়াই-উতরাই। ২৬ বছরের প্রতীক্ষা। অবশেষে ন্যায় বিচার পেলেন অধ্যাপক রওশন আক্তার। সুপ্রিম কোর্টের এক মাইলফলক রায় শুধু রওশন আক্তার নন, এমন অনেকের জন্যই নিয়ে এসেছে আশার আলো। ১৯৮৯ সালের ৩রা ডিসেম্বর কাকরাইলের আনন্দ ভবনের সামনের এই রাস্তায় বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজের একটি মিনি ট্রাক সাংবাদিক,মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন মন্টুকে চাপা দেয়। গুরুত্বর আহত মন্টু মারা যান ১৩ দিন পর। তার স্ত্রী রওশন আক্তার ক্ষতিপূরণ চেয়ে ১৯৯১ সালের ১লা জানুয়ারি ঢাকার তৃতীয় সাবজজ আদালতে মামলা করেন। এ মামলার চূড়ান্ত রায় এলো গত ১৩ ই এপ্রিল। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ জানালেন গাড়ির মালিক প্রতিষ্ঠানকে ১ কোটি ৬৯ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। রওশন আক্তার জানান, আইনি লড়াইয়ে নানা রকম ভোগান্তি পোহাতে হয়েছে তাকে। তবে ন্যায় বিচারের পথ খুলতে পেরে তৃপ্ত তিনি। সাংবাদিক মন্টুর শেষ স্মৃতিচিহ্ন টুকু সংরক্ষনের দাবি জানান তার পরিবার। দেরীতে হলেও এই রায়ের ফলে আদালত ক্ষতিগ্রস্থ বিচারপ্রার্থীদের একটি সুযোগ তৈরি করে দিয়েছে বলে জানান সাংবাদিক মন্টুর সহকর্মী তৎকালীন সংবাদের সহ-সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল। বাদীর আইনজীবী জানান, বাংলাদেশের ইতিহাসে এ ধরণের রায় এটাই প্রথম। এ রায়ে সড়ক দুর্ঘটনায় নিহত অন্যদের স্বজনদের জন্যও ন্যায় বিচার পাওয়ার পথ খুললো। এদিকে আপিল বিভাগের এই রায়কে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই নিসচার চেয়ারম্যান । বিশ্ব ব্যাংকের হিসাব মতে, বাংলাদেশে গড়ে প্রতি বছর সড়ক দূর্ঘটনায় প্রাণ হারায় ১২ হাজার মানুষ। আর এসব ক্ষেত্রে টর্ট আইনে ক্ষতিপূরন মামলা হলে এই রায় পথ দেখাবে বলে মত সংশ্লিষ্টদের।