ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

দিল্লির অনুষ্ঠানে আনুশকার গয়নার দাম কত!

প্রকাশিত : ০৪:২১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৪:৩৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

বিয়েটা লুকিয়ে করলেও, দিল্লির বিবাহোত্তর সংবর্ধনায় বাঙালি সাজে প্রকাশ্যে হাজির হয়েছেন নববধূ আনুশকা শর্মা কোহলি। বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের করা লাল শাড়ি ও গয়নায় মোহময়ী দেখাচ্ছিল আনুশকাকে।

তবে বিবাহোত্তর সংবর্ধনায় আনুশকা যে গয়না পরেছেন তার দাম কত জানেন?

দিল্লির বিবাহোত্তর সংবর্ধনায় সব্যসাচীর ডিজাইনে করা আনুশকার ওই ‘হেরিটেজ ব্রাইডাল কালেকশন’-এর দাম নাকি ২৫-৩০ লক্ষ টাকা। তবে বিরুষ্কার বিলাস বহুল বিয়ের ক্ষেত্রে এ মূল্য অতি নগণ্য।

প্রসঙ্গত, ইনস্টাগ্রামে বিরুষ্কার বিবাহোত্তর সংবর্ধনার লুকে বিশেষ ব্যাখ্যা করেছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

সূত্র : টাইমস নাউ

এসএ/