ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে’

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ১১:১৩ এএম, ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রিড়াঙ্গন এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার দুপুরে হাতিরঝিল লেকে রোইং ফেডারেশন কর্তৃক আয়োজিত এক নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মহান বিজয় দিবসকে কেন্দ্র করে ঢাকার হাতিঝিল লেকে এ প্রতিযোগিতার আয়োজন করে রোইং ফেডারেশন।

এছাড়াও বর্তমান সরকার ঢাকার ব্যস্ত মানুষের স্বস্থির জায়গা হিসেবে হতিরঝিলকে সুসজ্জিত করার পাশাপাশি শিগগিরই আলাদা থানা হিসেবে গড়ার কথাও বলেন তিনি।

এ নৌকা বাইচ প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে  ষুব ও ক্রিড়া  উপমন্ত্রী আরিফ খান জয় এবং মাসুদ স্টিল ডিজাইন বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

 এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার।

 

এম/এসএইচ