খোঁজ মেলার পর গ্রেফতার কল্যাণ পার্টির মহাসচিব
প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০২:১৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার

গ্রেফতার করা হয়েছে কন্যাণ পার্টির মহাসচিব এ এম এম আমিনুর রহমানকে। প্রায় চার মাস ধরে নিখোঁজ থাকার পর তার খোঁজ মেলে। সন্ধান পাওয়ার পর আজ তাকে গ্রেফতার করে পুলিশ।
আমিনুর রহমান ২৭ অগাস্ট রাতে রাজধানীর নয়াপল্টনের বাসা থেকে সাভারে নিজ বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন। পুলিশের ভাষ্য, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার শাহজাদপুরে প্রগতি সরণিতে তার অবস্থান শনাক্ত করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার শেখ নাজমুল আলম গণমাধ্যমকে জানান, আমিনুরকে উদ্ধার করার পর গুলশান থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
সৈয়দ মুহাম্মদ ইবরাহীম নেতৃত্বাধীন কল্যাণ পার্টি ২০ দলীয় জোটের অন্যতম শরিক। এই দলের মহাসচিবের দায়িত্বে রয়েছেন আমিনুর রহমান।
/ এআর /