ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

জাতীয় নির্বাচনে আমরাই জয়ী হবো : কাদের

প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে দলের মেয়র প্রার্থী হেরে গেলেও কাউন্সিলর বেশি পেয়েছে আওয়ামী লীগ। এতে করে সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। জনগণের বিপুল সমর্থন নিয়ে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগই জয়ী হবে। এমনটিই জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমাদের জনপ্রিয়তা রংপুরে অনেক। মেয়রে হেরে গেলেও কাউন্সিলর আমরা বেশি পেয়েছি। গুরুত্বটা আমাদের এখন কাউন্সিলরে। কারণ ওখানে আমরা এক নম্বর।
শনিবার বনানী কবরস্থানে প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের কবরে ফুল দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারের এই নির্বাচনের ফল জাতীয় পর্যায়ে কোনো প্রভাব ফেলবে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এটা স্থানীয় সরকার নির্বাচন। এটা  নিয়ে জাতীয় নির্বাচনের আলোচনা হতে পারে হোক। এসব দিয়ে জাতীয় নির্বাচনে ফল নির্ভর করবে না। আমরা খুব কনফিডেন্টলি জাতীয় নির্বাচনকে সামনে রেখে এগোচ্ছি। আমরা খুব কনফিডেন্ট, বিপুল সমর্থন নিয়ে বিপুল ভোটে আমরাই বিজয়ী হব।
রংপুর সিটি ভোটে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর পরাজয়ের পর শনিবার সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
রংপুরে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর কাছে হারেন নৌকা প্রতীকের প্রার্থী। তবে কাউন্সিলর পদে নির্বাচন দলীয়ভাবে না হলেও আওয়ামী লীগ নেতারাও ওয়ার্ডের পদগুলোতে জয়ী হয়েছেন বেশি। ১৪টি ওয়ার্ডে আওয়ামী লীগ নেতারা জয়ী হয়েছেন; বিএনপি আটটি এবং জাতীয় পার্টির নেতারা দুটিতে জয়ী হয়েছেন।
রংপুরে ক্ষমতাসীন প্রার্থীর হার নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার বিষয়ে প্রশ্ন করেন কাদেরকে।
তিনি বলেন, এসব নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলাবলি করবে, লেখালেখি করবে। আমাদের দলীয় স্ট্যান্ড হচ্ছে, ওখানকার নির্বাচনে আমাদের অবস্থা অনেক ভালো।
/ এআর