ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

ইরানে মদের পার্টি থেকে ১৪০ জন গ্রেফতার

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭ রবিবার

ইরানের ধর্মীয় পুলিশ তেহরানের দুটি পার্টি থেকে ১৪০ জনকে গ্রেফতার করেছে। মদ পান ও নাচ-গান করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

উইন্টার সলস্টিস অর্থাৎ শীতকালের সবচেয়ে ছোট দিনটিতে এই পার্টির আয়োজন করা হয়েছিল। ইরানে এই উৎসব `ইয়াল্ডা` নামে পরিচিত। ইরানে মদ পানের জন্য শাস্তি হিসেবে আশি ঘা পর্যন্ত দোররা মারার বিধান আছে। তবে সাম্প্রতিক সময়ে দোররা মারার পরিবর্তে জরিমানাই বেশি করা হয়।

ইরানে নৈতিক পুলিশের ফার্সি নাম হচ্ছে এরশাদ, অর্থাৎ পথনির্দেশ। মহিলারা পর্দা মেনে চলছে কিনা সেটা দেখাও এই পুলিশের কাজ। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে আছে দুজন সঙ্গীত শিল্পীও। সেখান থেকে কিছু মদের বোতল এবং মাদকও আটক করা হয়েছে।

তেহরানের `নৈতিক পুলিশ বাহিনীর` প্রধান কর্ণেল জুলফিকার বার্ফার জানিয়েছেন, এই পার্টিতে যাওয়া লোকজন মদ খেয়ে ফুর্তি করছিল এবং পার্টির অনেক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল।

 

সূত্র: বিবিসি

এম/এমআর