ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

মালয়েশিয়ায় আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা সভা

শেখ আরিফুজ্জামান মালয়েশিয়া থেকে

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৪:৩৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭ সোমবার

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে রোববার রাতে কুয়ালালামপুরে হোটেল সলিলের বলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।   মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সোহরাওয়ার্দী হোসেন সরোয়ার।

সোহরাওয়ার্দী হোসেন তার বক্তব্যে বলেন, কোন বিভেদ না করে নৌকার কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করে আগামী নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।  আওয়ামী লীগ অন্তত আরও একবার দেশ পরিচালনার সুযোগ পেলেই যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছিল, দেশ সত্যিকারের সে সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে।

মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী ও মিনহাজ উদ্দিন মিরানের পরিচালনায় সভায়  আরও বক্তব্য রাখেন- মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক সংগীত শিল্পী মীর শরীফ হাসান লেনিন, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ূন কবির, হুমায়ুন কবির আমির, প্রদীপ কুমার বিশ্বাস, আলমগীর হুসাইন, লিটন দেওয়ান, মাসুদ রানা, প্রকৌশলী রাহাদ উজ্জামান, মালয়েশিয়া শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক সোহেল বিন রানা, আবদুল বাতেন, ক্লাং আওয়ামী লীগ নেতা অধির সেন, হাংতুয়া আওয়ামী লীগ নেতা আব্বাছ হোসেন, যুবলীগ নেতা শামসুজ্জোহা,ছাত্রলীগ নেতা সৈয়দ মিনহাজুর রহমান, আরমান শেখ, রাসেল সিকদার, রায়হান কবির, অণির্বান চক্রবর্তী, এমএইচ জুয়েল, ইকবাল গণি, কুতুব উদ্দিন, সজিবুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী মীর শরীফ হাসান লেনিন ও মামা সাংস্কৃতিক শিল্পগোষ্ঠির শিল্পীরা।

 

এসএইচ/