ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ‘শতাব্দির সেরা চুক্তি’র বিপক্ষে হানিয়ার হুশিয়ারি

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭ বুধবার | আপডেট: ১২:৪৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭ বুধবার

হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনের বিকল্প রাজধানী হিসেবে আবু দিসের প্রস্তাব দিয়েছিলো যুক্তরাষ্ট্র। মঙ্গলবার গাজায় ফিলিস্তিনি বংশোদ্ভূত নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। ইসমাইল হানিয়া এ সময় আমেরিকার তথাকথিত ‘শতাব্দীর সেরা চুক্তি’র সমালোচনা করেছেন।

হানিয়া আরো বলেন, নিজেদের ক্ষমতায় গাজায় একটি রাজনৈতিক সত্তা সৃষ্টির বদলে কিছু আঞ্চলিক বাহিনী পশ্চিম তীরকে তিনটি বিভাগে বিভক্ত করার চেষ্টা করছে।

হানিয়া বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে মার্কিন স্বীকৃতি ফিলিস্তিন ও জর্দানের মধ্যে সম্পর্কের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

দুই প্রধান ফিলিস্তিনি গ্রুপ ফাতাহ ও হামাস সম্পর্কে হানিয়া বলেন, অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়গুলো দ্রুত মোকাবেলা করতে হবে। প্রধান জাতীয় সমস্যা দূর করার জন্য দুদলকে কাজ করতে হবে।

 

সূত্র : আল-জাজিরা

//এমআর