ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

শাহজালালে বিমান চলাচল শুরু

প্রকাশিত : ১১:২৩ এএম, ২৯ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে সব ধরনের ফ্লাইটের চলাচল। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

শুক্রবার সকালে কয়েকটি ফ্লাইট অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হয়। ছেড়ে যায়নি কোনো বিমানও। ফলে বিমানবন্দরে অপেক্ষার প্রহর গুনতে হয় যাত্রীদের। তবে রোদ ওঠার সঙ্গে সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক হতে থাকে।


বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত দুইটা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ ছিল। ১০টার পর বিমান চলাচল শুরু হয়। তবে বেশ কয়েকটি ফ্লাইটের শিডিউল পরিবর্তন করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, রিজেন্ট, নভোএয়ার ও ইউএস বাংলাসহ কয়েকটি বিমান পরিবহন সংস্থার ফ্লাইটের শিডিউল পরিবর্তন করা হয়েছে। শিডিউল বিলম্বের শিকার যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষা করছেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবারও ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে পাঁচ ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল।

এসএইচ/