ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

অ্যান্ডারসনের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

প্রকাশিত : ১০:০১ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ১১:৪১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭ রবিবার

মেলবোর্নে অ্যাশেজের চতুর্থ টেস্টে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে বল টেম্পারিয়য়ের অভিযোগ এনেছে অস্ট্রেলিয়ান মিডিয়া। ভিডিও ফুটেজেও দেখা গেছে, হাতে বল নিয়ে কিছু একটা করার চেষ্টা করছেন ইংলিশ পেসার। তবে বল টেম্পারিংয়ের বিষয়টি দৃঢ়ভাবে নাকচ করেছেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস।

অস্ট্রেলিয়ার মিডিয়ার দাবি, ভিডিও ফুটেজে অ্যান্ডারসনের বল টেম্পারিংয়ের বিষয়টি স্পষ্ট দেখা গেছে। বলের ওপরের চামড়াও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ম্যাচ চলাকালীনই সময় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা অজি কিংবদন্তি শেন ওয়ার্ন বলছিলেন, ‘আমি নিশ্চিত নই, ও (অ্যান্ডারসন) আসলেই নখ দিয়ে বলের প্রকৃতি পরিবর্তন করার চেষ্টা করছে কিনা।’

তখন বিষয়টি চোখে পড়ে মাইকেল স্ল্যাটার ও মাইস হাসিরও।

 

সূত্র : দ্য গার্ডিয়ান

//এমআর