ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

রিয়াল ছাড়ছেন রোনালদো!

প্রকাশিত : ০৯:৪৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ১০:২৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭ শনিবার

রিয়াল মাদ্রিদ ছেড়ে পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর চলে যাওয়া হবে ভক্তদের বড় দুঃসংবাদ। এমনটিই হতে পারে আগামী গ্রীষ্মে।

রিয়াল মাদ্রিদের এই তারকা ক্লাব চেয়ারম্যান পেরেজের কাছে তার বিক্রয়মূল্য নির্ধারণের জন্য বলেছেন। রিয়ালের এই তারকার জন্য মূল্য নির্ধারণ করা হলে, আগামী গ্রীষ্মেই তিনি অন্য কোনো ক্লাবে পাড়ি জমাবেন। আর সেই অফারটি লুফে নিতে পারে ম্যানইউ কিংবা পিএসজি।

রোনালদোর সঙ্গে এখনও রিয়াল মাদ্রিদের চুক্তি আছে ২০২১ সাল পর্যন্ত। তার রিলিজক্লজ ৮৮৭ মিলিয়ন ইউরো। রোনালদোর এজেন্ট রিয়াল সভাপতির সঙ্গে দেখা করে তাকে বিক্রির জন্য প্রস্তুতি নিতে বলেছেন। সেজন্য তার মূল্য নির্ধারণ করার জন্যও বলেছেন রোনালদো।

সাম্প্রতিক সময়ে, রোনালদো ও পেরেজের সম্পর্কে টানাটানি চলছে। এ কারণেই ক্লাব সভাপতির কাছে সরাসরি কিছু বলতে আগ্রহী নয় রোনালদো। এর আগে তিনি বেতন বাড়ানোর কথা বললেও সেটাতে কর্ণপাত করেননি পেরেজ।

মূলত সেখান থেকেই তাদের সম্পর্কে অবনতি। পাশাপাশি রিয়াল সভাপতির নেইমারের প্রতি আগ্রহ পরিস্থিতি আরও ঘোলাটে করে দিয়েছে।

গণমাধ্যমের তথ্য মতে, রোনালদোর রিপ্লেসমেন্ট হিসেবে নেইমারকে চায় পেরেজ। এ জন্য আগামী গ্রীষ্মেই নেইমারকে দলে চায় রিয়াল। আর রোনালদো দলে থাকলে নেইমার আসবে না। অপরদিকে নেইমার চলে আসলে সে জায়গা পূরণে রোনালদোকেই চায় পিএসজি।

সূত্র: দ্য সান।

আর/এএ