রেমিট্যান্স প্রবাহ বেড়েছে
প্রকাশিত : ০৯:৩৭ এএম, ২ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:৪৭ এএম, ২ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

গেল বছর রেমিট্যান্স প্রবাহ ১৩ হাজার মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই রেমিট্যান্স প্রবাহ বিগত কয়েক মাস ধরে বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ তথ্যানুযায়ী ২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশীরা দেশে ৬ হাজার ৯৩৫ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার এবং বছরের প্রথম ৬ মাসে ৬ হাজার ৬০২ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছে। ২০১৭ সালে মোট রেমিট্যান্স প্রবাহ ছিলো ১৩ হাজার ৫৩৮ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান আজ বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কারণে প্রবাসী বাংলাদেশিরা (এনআরবি) বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোয় বিদায়ী বছরে রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। তিনি আরও বলেন, ২০১৭ সালের প্রথম কয়েক মাসে তেলের মূল্য কমে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় কর্মরত বেশিরভাগ বাংলাদেশী অভিবাসীর আয়ে প্রভাব পড়ায় রেমিট্যান্স প্রবাহে গতি কমে যায়। এছাড়া কিছুসংখ্যক প্রবাসী অবৈধ পথে দেশে টাকা পাঠিয়েছে।
ডেপুটি গভর্নর বলেন, বৈধ উপায়ে দেশে টাকা প্রেরণের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ যাতে বৃদ্ধি পায়, সেজন্য বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। ফলে এখন অভিবাসী বাংলাদেশীরা তাদের উপার্জন বৈধ উপায়ে পাঠাতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করছে।
সূত্র: বাসস
এমজে/এআর