ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ঢাবি টিএসসির সামনের সব চায়ের দোকান বন্ধ

প্রকাশিত : ০২:১১ পিএম, ২ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) চত্বরের সামনের সব চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে সেখানে কোনো চায়ের দোকান খুলতে দেওয়া হয়নি।

গতকাল সোমবার রাতে প্রক্টোরিয়াল দলের সদস্যরা এসে চায়ের দোকান খোলতে নিষেধ করেন বলে জানান চায়ের দোকানিরা।

টিএসসির পরিচালক এ এম মহিউজ্জামান বলেছেন, এ ধরনের কোনো নির্দেশনার ব্যাপারে তিনি জানেন না।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেছেন, শুধু টিএসসির চায়ের দোকানের বিষয়ে আলাদা কোনো নির্দেশনা নেই। ভাসমান দোকানগুলোতে পরিবেশন করা নিম্নমানের চা ও খাবার জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর টিএসসির পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাত আটটার মধ্যে টিএসসির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হলে এ নিয়ে তীব্র সমালোচনা হয়। সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষের প্রতিবাদের মুখে সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সুর নরম করে ঢাবি কর্তৃপক্ষ।

একে// এআর