মাদক নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্ত প্রয়োজন: মোস্তাফিজুর রহমান
প্রকাশিত : ০৮:০৯ পিএম, ২ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান বলেন, মাদক এক সর্বনাশের খেলা। এ খেলা বন্ধে জাতীয় সংলাপের মাধ্যমে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। যে সিদ্ধান্তে মাদকের সেবক ও ব্যবসায়ীর সন্ধান পাওয়া মাত্রই কোন পরিচয় না দেখেই গুলি করার ক্ষমতা থাকবে।
আজ বুধবার রাজধানীর তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, মাদকের ছোবল আমাদের অনেক বড় জাতীয় সমস্যা। তাই এটার জন্য জাতীয় সংলাপের ব্যবস্থা করতে হবে। সেখানে দলমত নির্বিশেষে এটাকে দেশের এক নম্বর সমস্যা নির্ধারণ করে তা প্রতিরোধে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে কোনো পরিচয় বিবেচনা করা হবে না। জড়িতদের দেখা মাত্রই শুট করতে হবে। তবেই এটা বন্ধ হবে। তখন এটা বন্ধে এতো শত নিয়ম আর কার্যালয় বা ফাউন্ডেশন করা লাগবে না। না হলে একশ বছরও যদি এভাবে আলোচনা-সমালোচনা করা হয় তবে কাজের কাজ কিছুই হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি বলেন, “দেশে মাদকের ভয়াবহতা বাড়ছে। আমরা যদি এটা বন্ধের উদ্যোগ নিতে না পারি তবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া অসম্ভব হয়ে পড়বে। আমাদের প্রধানমন্ত্রী তাই এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। আমাদেরও উচিত যার যার অবস্থান থেকে এটা বন্ধের উদ্যোগ নেওয়া।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী বলেন, “যারা মাদক নিয়ন্ত্রণে প্রধান বাধা তারা কোনো না কোনভাবে সমাজের স্বীকৃতিপ্রাপ্ত প্রভাবশালী। এ কারণে আমরা মাদক সম্রাটদের কাছে যেতে পারি না। মাদকের এ ভয়াবহতা রোধে এখন আমরা সেখানেও যাব। আমরা আগামীতে আইনশৃঙ্খলা বাহিনীর সব বিভাগগুলোকে এ কাজে নিয়োগের ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারে আলোচনা করছি।”
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, “দেশের বর্তমানে ৭০ হাজার কারাবন্দীর মধ্যে ২৩ হাজার বন্দী-ই মাদকাসক্ত। এটা ভয়াবহ রূপ নিয়েছে। আমরা দেখি মাদকাসক্তদের বেশিরভাগই ক্ষমার আড়ালে এ কাজ করে। তাই এখন সময় এসেছে রাজনৈতিকভাবে এ মাদকাসক্তদের বর্জন করার।”
আরকে/টিকে