ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

আরবিআইএএস চালু করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

প্রকাশিত : ০৮:১৯ পিএম, ২ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে আবাবিল ব্যাংকিং সফটওয়্যারে রিস্ক-বেইজড অডিটিং সিস্টেম (আরবিআইএএস) চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সোমবার এআইবিএল টাওয়ারের সভাকক্ষে নতুন অডিটিং সিস্টেম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক আলহাজ আব্দুল মালেক মোল্লা।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মো. ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস এম জাফর, মো. জুবায়ের ওয়াফা, ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. নুরুল ইসলাম খলিফা, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহমুদ হোসেন, পরিচালক ফখরুজ জামান ও নির্বাহী পরিচালক একেএম নাজমুজ্জামানসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

আবাবিল আরবিআইএএস প্রবর্তনের ফলে ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম সহজ, আধুনিক ও জবাবদিহিমূলকভাবে সম্পন্ন করা সম্ভব হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর/টিকে