ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান জুলফিকার আজিজ

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ২ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান হলেন কমডোর জুলফিকার আজিজ। তিনি রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের স্থলাভিষিক্ত হচ্ছেন। একই সাথে নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন খন্দকার আক্তার হোসেনকে চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক আদেশে এই নিয়োগের কথা জানানো হয়েছে। এর আগে নৌবাহিনীর কর্মকর্তা জুলফিকার আজিজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

আর/টিকে