বেসিক ব্যাংকের সাবেক ডিএমডির বিরুদ্ধে চার্জশিটের অনুমতি
প্রকাশিত : ০৭:৫২ পিএম, ৩ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০৯:২১ পিএম, ৪ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ মোনায়েম খানের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি রমনা থানায় তার বিরুদ্ধে একটি মামলা (মামলানং-৫) দায়ের করা হয়। মামলার তদন্তভারে আছেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ।
সূত্র জানায়, জ্ঞাত আয় বহির্ভূতভ ৭০ লাখ ৫০ হাজার ৭৫৫ টাকার সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হচ্ছে। আসামি এ মোনায়েম খানের বিরুদ্ধে বাংলাদেশে অর্জিত এক কোটি ৩৬ লাখ ৪ হাজার ৫৬৭ টাকার সম্পদ ও দীর্ঘ মেয়াদী ভিসা গ্রহণ করার নিমিত্তে মালয়েশিয়া সরকারকে দেওয়া ৩ লাখ রিংগিত সমমূল্যের ৭৫ লাখ ৮১ হাজার টাকাসহ মোট ২ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৫৬৭ টাকার সম্পদ/বিনিয়োগ পাওয়া গেছে।
অপরদিকে পারিবারিক ব্যয় বাদে তার ব্যাংক ঋণসহ ১ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৮১২ টাকার বৈধ আয়ের উৎস পাওয়া যায়। ফলে তিনি ৭০ লাখ ৫০ হাজার ৭৫৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ভোগ দখলে রেখেছেন। এ কারণে কমিশন তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে।
আরকে/টিকে