ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এখন শান্তির হাটে

প্রকাশিত : ১১:২৬ পিএম, ৩ জানুয়ারি ২০১৮ বুধবার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তির হাটে উদ্বোধন করা হয়েছে। বুধবার চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম চেমন আরা তৈয়ব, ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মো. সালেহ ইকবাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মো. নিজামুল হক। বক্তব্য রাখেন খাতুনগঞ্জ কর্পোরেট শাখা প্রধান ও ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. সাব্বির, এজেন্ট কেন্দ্র এসবিএস কর্পোরেশনের সত্ত্বাধিকারী মো. শহিদুল আলম। এসময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর/টিকে