ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

শিক্ষক নিয়োগ দেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১২:০৭ এএম, ৪ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (প্রভাষক)-০২ টি।

যোগ্যতা

ক) প্রার্থীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ ( ৫.০০ স্কেলে) থাকতে হবে। তবে ২০০১, ২০০২, ২০০৩ সালে এসএসসি বা সমমান এবং ২০০৩ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ (৫.০০ স্কেলে) থাকতে হবে।

খ) প্রার্থীদের বিজ্ঞপ্তিকৃত বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান বা ইঞ্জিনিয়ারিং ) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ (৪.০০ স্কেলে) থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে কোন একটি পরীক্ষার ফলাফলের সিজিপিএ এর শর্ত শিথিলযোগ্য, তবে তা সিজিপিএ ৩.২৫ এর নিচে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। মাস্টার্স ডিগ্রিধারী যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ৪ বছর মেয়াদী স্নতক (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিধারী প্রার্থী নিয়োগ করা যেত পারে। আর্কিটেকচার বিভাগের ক্ষেত্রে স্নাতক (৫বছর মেয়াদী) অথবা মাস্টার্স পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.২০ গ্রহণ করা হবে।

গ) সনাতম পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সকল পর্যায়ে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। যে কোনো একটি পরীক্ষার ফলাফলে শর্ত শিথিলযোগ্য, তবে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে।

আবেদনের নিয়ম

আবেদনের নিয়ম, এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন। এছাড়াও আবেদন ফরমটি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (www.sust.edu) পাওয়া যাবে ।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জানুয়ারী, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: যুগান্তর (২ জানুয়ারি, ২০১৮)

 এম/টিকে