ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

তৈরি পোশাক খাতের সার্বিক উন্নয়ন ৭৭ শতাংশ

প্রকাশিত : ০৬:১১ পিএম, ২১ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১১ পিএম, ২১ এপ্রিল ২০১৬ বৃহস্পতিবার

২০১৩ থেকে ১৬ সাল পর্যন্ত তৈরি পোশাক খাতে সার্বিকভাবে উন্নয়ন হয়েছে ৭৭ শতাংশ। রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে টিআইবি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এ’তথ্য জানিয়েছে। একইসাথে পোশাকের মূল্যবান বাড়ানো এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে সংস্থাটি। দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম ভূমিকা রাখছে তৈরি পোশাকখাত। ২০১৩ সালে রানা প্লাজা ধস হুমকির মুখে ঠেলে দেয় এই শিল্পকে। তবে, কর্মপরিবেশ উন্নয়নের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে ফিরতে থাকে বিদেশী ক্রেতাদের আগ্রহ। তৈরি পোশাক খাতে সুশাসন, অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি জানিয়েছে, গেল তিন বছরে সার্বিকভাবে পোশাক খাতের উন্নয়ন হয়েছে ৭৭ ভাগ। গবেষণা প্রতিবেদনে তুলে ধরা খাতওয়ারি অগ্রগতি। যেসব ক্ষেত্রে অগ্রগতি হয়নি সেগুলোর দিকে নজর দেয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। এদিকে, রাজধানীতে এক অনুষ্ঠানে রানাপ্লাজা ধসের পর গার্মেন্ট শিল্পের উন্নয়নে অনেক উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, এরপরও যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা না পাওয়া দুঃখজনক।