কথাসাহিত্যিক শওকত আলীর শারীরিক অবস্থার উন্নতি
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ৫ জানুয়ারি ২০১৮ শুক্রবার

কথাসাহিত্যিক শওকত আলীকে গুরুতর অসুস্থ অবস্থায় গত বৃহস্পতিবার থেকে ঢাকার ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখন শঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
শুক্রবার দুপুরে তাকে ল্যাব এইড হাসপাতালে দেখতে যান তার ছেলে আসিফ শওকত কল্লোল। তিনি একুশে টিভি অনলাইনকে জানান, আজ (শুক্রবার) বেলা ১২ সময় বাবাকে দেখতে গিয়েছিলাম। এখনও তিনি আইসিইউতে আছেন। তবে আগের থেকে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। এখনও শঙ্কা মুক্ত না।
ল্যাব এইডের এজিএম (কর্পোরেট কমিউনিকেশনস) সাইফুর রহমান লেনিন জানান, ফুসফুসের সংক্রমণ আক্রান্ত হয়েছেন কথাসাহিত্যিক শওকত আলী। ৮১ বছর বয়সী শওকত আলীর জন্ম ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার থানা শহর রায়গঞ্জে। ছাত্র জীবনে কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েন শওকত আলী। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও কিছুদিন পরে শিক্ষকতায় যোগ দেন তিনি।
বামপন্থিদের ‘নতুন সাহিত্য’ পত্রিকায় লেখালেখি করেন শওকত আলী। এছাড়া দৈনিক মিল্লাত, মাসিক সমকাল, ইত্তেফাকে তার অনেক গল্প, কবিতা ও শিশুতোষ লেখা প্রকাশিত হয়। কথাসাহিত্যে অবদানের জন্য শওকত আলী ১৯৯০ সালে একুশে পদক পান। এছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার, অজিত গুহ স্মৃতি সাহিত্য পুরস্কার,ফিলিপস সাহিত্য পুরস্কারও লাভ করেন তিনি।
টিআর/এসএইচ