ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

প্রশ্ন ফাঁস ঠেকানোর আশ্বাস কাজী কেরামত আলীর

প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ৬ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ১২:০২ এএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার

প্রশ্ন ফাঁস ঠেকানোর আশ্বাস দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। আজ শনিবার রাজবাড়ীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মত জেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সংগঠন দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করেন।

কাজী কেরামত আলী বলেন, বাংলাদেশ কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডে যে সকল সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা সহ প্রশ্ন ফাঁস ঠেকাতে সর্বাত্মক চেষ্টা করা হবে।  

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দেবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লাল হাকিম, যুগ্ম-সম্পাদক কাজী ইরাদত আলী প্রমুখ।

 

এম/টিকে