ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রকাশিত : ১০:৩৮ এএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০৩:০৮ পিএম, ৮ জানুয়ারি ২০১৮ সোমবার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সময় শনিবার সকালে সৌদির জিজান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। হতাহতেরা সবাই জিজান প্রদেশের আল ফাহাদ কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী বলে জানা গেছে।

ট্রাকে করে কাজে যোগ দিতে যাওয়ার সময় পথিমধ্যে ওই কর্মীদের বহনকারী গাড়িটিকে সৌদি সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তীব্র গতিতে ধাক্কা দিলে পরিচ্ছন্নতাকর্মীদের গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। গুরুতর আহতদের সামটা আর অহুদ পাবলিক হাসপাতালে ভর্তি করা হয়।  এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে ৬ জন বাংলাদেশি বলে একটি সূত্র জানিয়েছে। তারা হলেন, টাঙ্গাইলের সাইফুর ইসলাম, নারায়ণগঞ্জের মতিউর রহমান, নরসিংদী সদরের করিমপুর ইউনিয়নের বাউশালি গ্রামের আমীর হুসাইন, নরসিংদীর ইদন, সিরাজগঞ্জের দুলাল এবং কিশোরগঞ্জের জসিম। সপ্তাহিক ছুটির কারণে সৌদিতে বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকায় নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সূত্র: গুড অনলাইন।

একে// এআর