ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

অসুস্থ সাবেক এমপি ইউসুফের পাশে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:৩১ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ১১:৩১ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য মোহাম্মাদ ইউসুফের পাশে দাড়াঁলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তিনি। এ নির্দেশনা ইতিমধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসককে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, দুরারোগ্যে আক্রান্ত সাবেক এই সংসদ সদস্যের মানবেতর জীবনযাপনের সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নেন। এর পরই তিনি সাবেক এই এমপির চিকিৎসা করানোর নির্দেশ দেন।

১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা মোহাম্মদ ইউসুফ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সাকা চৌধুরীর ভাই গিয়াস কাদের চৌধুরীকে পরাজিত করেছিলেন তিনি।

বেশ কয়েক বছর থেকে অসুস্থ সাবেক এমপি ইউসুফ। আওয়ামী লীগের এই নেতা নিজের জন্য গড়েননি কোনো বাড়ি-গাড়ি। দেশের কোথাও নেই একখণ্ড জমিও।

 

এম/টিকে