ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৩ ১৪৩২

দুই বাসের চাপায় বাসচালক নিহত

প্রকাশিত : ০৮:৪৮ এএম, ৮ জানুয়ারি ২০১৮ সোমবার

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় এক বাসচালক নিহত হয়েছেন। রোববার দিবাগত মধ্যরাতের দিকে মাতুয়াইল সিএনজি ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসচালকের নাম আকাশ (২৮)। তিনি শরীয়তপুর জেলার বাসিন্দা। যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের আত্মীয় সারোয়ার হোসেন নামে এক ব্যক্তি ঢামেকে গণমাধ্যমকে জানান, আকাশ পেশায় একজন বাসচালক। তিনি রাতে সিএনজি স্টেশন এলাকা থেকে বাসায় ফিরছিলেন। এ সময় দুটি বাসের চাপায় তিনি নিহত হন।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান সারোয়ার।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্ত জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এসএইচ/