ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

ঢাবি অধিভুক্ত পাঁচ ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তির ফল প্রকাশ

প্রকাশিত : ১০:৩৮ এএম, ৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত পাঁচটি ইঞ্জিনিয়ারিং কলেজের `প্রযুক্তি ইউনিটে` ভর্তি পরীক্ষার ফল সোমবার প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য চার হাজার ৪৭০ জন আবেদন করলেও শেষ পর্যন্ত অংশ নেন তিন হাজার ৯৫২ জন। এদের মধ্যে দুই হাজার ৮৬১ জন ভর্তিযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। তাদের মধ্য থেকে ৯৬০ জন ভর্তির সুযোগ পাবেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ও ঢাকার মোহাম্মদপুরের শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে।

পরীক্ষায় অংশগ্রহণকারীরা তাদের ফল জানতে পারবেন admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে এ ফল জানা যাবে। এ ছাড়াও যে কোনো মোবাইল ফোন থেকে DU TEC টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানতে পারবেন।

উত্তীর্ণরা মঙ্গলবার থেকে ১৬ জানুয়ারি ২০১৮ পর্যন্ত ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও `চয়েজ ফরম` পূরণ করতে পারবেন। কেউ ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে চাইলে ফি প্রদান সাপেক্ষে ১৪ জানুয়ারির মধ্যে ডিন অফিসে আবেদন করতে পারবেন।

২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অফিসে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেধাক্রম ১ থেকে  এক হাজার ৫০০ আর মেধাক্রম এক হাজার ৫০১ থেকে দুই হাজার ৮৬১ পর্যন্ত দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

 

একে//এসএইচ