ঢাকা, মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৫ ১৪৩২

এপ্রিলেই সোনমের বিয়ে!

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

দীর্ঘ দিন ধরে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ছুটিয়ে প্রেম করছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। শোনা যাচ্ছে আগামী এপ্রিলেই তারা গাটছড়া বাঁধতে যাচ্ছেন। কিন্তু তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও তারা কখনো সেটি স্বীকার করেননি। জনসম্মুখে তাদের চলাফেরা কখনো দেখা যায়নি। অতি গোপনেই তারা একে অন্যের সঙ্গে দেখা করেন। 

সোনম কাপুর প্রকাশ্যে আনন্দ আহুজার সঙ্গে প্রেমের বিষয়ে কথা বলতে নারাজ।  কারণ ব্যক্তিগত বিষয় জনসম্মুখে প্রকাশ করতে অনীহা আছে তার। সে জন্য প্রেম ও বিয়ে প্রসঙ্গ নিয়ে বরাবরই নিশ্চুপ থেকেছেন এই অভিনেত্রী।

এতদিন তাদের প্রেমের কথা শুনা গেলেও এবার শুনা যাচ্ছে বিয়ের গুঞ্জন। কিন্তু এক্ষেত্রেও তারা নিরবতা ভাঙছেন না। ডেকান ক্রোনিকলের এক প্রতিবেদনে বরা হয়, ঘোরায়া অনুষ্ঠানের মাধ্যমে চলতি বছরেই সোনম ও আনন্দ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। কিন্তু অভিনেত্রী সোনম এ নিয়ে কোনো মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না।

তবে সোনম কাপুর বলেছেন, ‘আমি ১০ বছর ধরে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি, তবে আমি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলি না।`

প্রতিবেদনে আরো বলা হয়, আগামী এপ্রিল মাসে যোধপুরে সোনম-আনন্দ গাঁট বাঁধতে পারেন। ৩০০ জন অতিথি সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। সে ভাবেই কাজ এগিয়ে যাচ্ছে। এদিকে, এখন ব্যস্ত রয়েছেন সোনম তার পরবর্তী ছবির প্রচারে। কারণ সামনেই মুক্তি পাচ্ছে ‘প্যাডম্যান’।

সূত্র: মুম্বাই মিরর।

 

এসি/ এআর