ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

উত্তরের বিএনপির প্রার্থী ঘোষণা শনিবার

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিশ দলীয় জোটের প্রার্থী ঘোষণা করবেন জোটের নেত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দলের সদস্য আবদুল মজিদের জানাজা শেষে একথা জানান দলটির মহাসচিব ও বিশ দলীয় জোটের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি বলেন, বিশ দলীয় জোটের নেতারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জোটের প্রার্থী ঘোষণার দায়িত্ব দিয়েছেন।

তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা কেমন হবে তা প্রমাণ হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে। ডিএনসিসি নির্বাচনের এক সপ্তাহ আগে সেনা মোতায়েনেরও দাবি জানান বিএনপি মহাসচিব।

উল্লেখ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র আনিসুল হকের মৃত্যু হলে মেয়র পদটি শুন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারী শূন্য হওয়া মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এএ/টিকে