ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

যাত্রা শুরু করল শেখ হাসিনা মেডিকেল কলেজ

প্রকাশিত : ১০:৩৭ পিএম, ১০ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০৬:১৩ পিএম, ১১ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনা মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। হবিগঞ্জে ৫১ শিক্ষার্থী নিয়ে বুধবার মেডিকেল কলেজটির শিক্ষা কার্যক্রম শুরু হয়।

প্রসঙ্গত, বুধবার থেকে সারা দেশের মেডিকেল কলেজগুলোতে ক্লাশ শুরু হয়। সে হিসেবে হবিগঞ্জ জেলায় প্রথম মেডিকেল কলেজের যাত্রা শুরু করে আজ।

উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সামনে বিশাল প্যান্ডেলে সর্বস্তরের লোকজনের উপস্থিতিতে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।

আধুনিক সদর হাসপাতালের নব-নির্মিত ২৫০ শয্যা ভবনের ৫ম ও ৬ষ্ট তলায় অস্থায়ী ক্যাম্পাস করা হয়েছে মেডিকেল কলেজটির। হবিগঞ্জ জেলায় বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হওয়ায় প্রধানমন্ত্রীর নামেই নামকরন করা হয়েছে।

২০১৫ সালের ১ জানুয়ারি অনুমোদন পায় মেডিকেল কলেজটি। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৫১ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। এর মধ্যে রয়েছেন ৩৩ জন ছাত্রী ও ১৮ জন ছাত্র।

 

আর/টিকে