ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দুর্বৃত্তের হামলায় নিহত

প্রকাশিত : ০৯:৪০ এএম, ২৩ এপ্রিল ২০১৬ শনিবার | আপডেট: ০৯:৪০ এএম, ২৩ এপ্রিল ২০১৬ শনিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে নগরীর শালবাগান এলাকায় বাসা থেকে বের হওয়ার পর গলির ভেতর দাড়িয়ে থাকা দুই মোটার সাইকেল আরোহী তার গতিরোধ করে। একপর্যায়ে তারা ঐ শিক্ষককে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।