ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

অনির্দিষ্ট কালের জন্য বন্ধ পাবনা মেডিকেল কলেজ

প্রকাশিত : ০৫:১২ পিএম, ১২ জানুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ০৬:০৪ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮ রবিবার

সংঘর্ষের ঘটনায় পাবনা মেডিকেল কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যাদের পরীক্ষা আছে তাদের প্রবেশপ্রত্র দেখে হলে থাকতে দেওয়া হবে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ মো. রিয়াজুল হক গণমাধ্যমকে জানান, কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। তবে সংঘর্ষে কারা জড়িত সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, শুক্রবার ভোর থেকে মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ঘে জড়ায়। কয়েক দফা সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানান ওসি। তিনি বলেন, আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুই পক্ষে রয়েছে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অদ্বিতীয় দে ও সভাপতি মাহফুজুর রহমান নয়নের পক্ষ।

 

আর