ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

আজ রাতেই সিদ্ধান্ত: কে হচ্ছেন বিএনপির প্রার্থী

প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০৫:২৩ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮ শনিবার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কে হচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী, এমন প্রশ্ন দীর্ঘদিন ধরে ঘুরপাক খেলেও আজ রাতেই ঠিক হতে যাচ্ছে বিএনপির টিকিট কে পাচ্ছেন। আর মেয়র প্রার্থী চূড়ান্ত করতেই আজ রাতে নিজ কার্যালয়ে স্থায়ী কমিটির সভা ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ রাত সাড়ে ৮ টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খালেদা জিয়ার মিডিয়া উইং শাইরুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া আগামী ১৮ জানুয়ারির মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের কথা বলা হয়েছে। ২১ ও ২২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৯ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে।

গত ৩০ নভেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক মৃত্যুবরণ করলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদ শূণ্য হয়। মাত্র এক বছর দায়িত্ব পালন করেছিলেন মেয়র আনিসুল হক।

এমজে/