ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

৫৩ জনকে নিয়োগ দেবে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড

প্রকাশিত : ১১:৩৯ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ১২:১১ এএম, ১৫ জানুয়ারি ২০১৮ সোমবার

ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড তাদের লোকবল ‍বৃদ্ধির লক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পদে জনকে নিয়োগ দেবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

১)অফিসার ইন ব্যাক অফিস অফ লায়াবিলিটি ডিপার্টমেন্ট-১০ টি

যোগ্যতা

১ বছরের অভিজ্ঞতাসহ স্নাতকোত্তর/ স্নাতক।

২) এক্সিকিউটিভ এন্ড অফিসার ইন লায়াবিলিটি ডিপার্টমেন্ট-৩০ টি

শিক্ষাগত যোগ্যতা

২ থেকে ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতকোত্তর।

 

৩) ডেপুটি গ্রুপ হেড অব লায়াবিলিটি ডিপার্টমেন্ট-০৬ টি

যোগ্যতা

৪ বছরের অভিজ্ঞতাসহ বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন/ ফিন্যান্স/ একাউন্টিং/ ম্যানেজমেন্ট/ ইকোনমিক্স এ স্নাতকোত্তর অগ্রাধিকার পাবে।

 

৪) গ্রুপ হেড অব লায়াবিলিটি ডিপার্টমেন্ট-০৬ টি

যোগ্যতা

৪ বছরের অভিজ্ঞতাসহ বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন/ ফিন্যান্স/ একাউন্টিং/ ম্যানেজমেন্ট/ ইকোনমিক্স এ স্নাতকোত্তর অগ্রাধিকার পাবে।

 

৫) হেড অব লায়াবিলিটি ডিপার্টমেন্ট-০১ টি

যোগ্যতা

৭ বছরের অভিজ্ঞতাসহ বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন/ ফিন্যান্স/ একাউন্টিং/ ম্যানেজমেন্ট/ ইকোনমিক্স এ স্নাতকোত্তর অগ্রাধিকার পাবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা একটি কাভার লেটার এবং পাসপোর্ট সাইজের ছবি সহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত প্রতিষ্ঠানটির ইমেইলে hr@first-finance.com.bd বা ডাকযোগে পাঠাতে পারবেন।

প্রতিষ্ঠানটির ঠিকানা

হেড অব এইচআরএম, ফার্স্ট ফাইন্যান্স লিঃ, জাহাঙ্গীর টাওয়ার, লেভেল - ৩, ১০, কাওরান বাজার সি/এ, ঢাকা ১২১৫।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ জানুয়ারি, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস

 

এম/টিকে