ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ১৭ জঙ্গি নিহত

প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮ সোমবার

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে ১৭ আইএস জঙ্গি নিহত হয়েছে। গত রোববার আফগানিস্তানের নানগারহার প্রদেশের কাছে আইএস জঙ্গিরা লুকিয়ে আছে, এমন খবরে মার্কিন বাহিনী সেখানে ড্রোন হামলা শুরু করে।

মার্কিন প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, নানগারহর প্রদেশের হাসকা মীনা এবং আচিন জেলায় আইএস জঙ্গিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। এসময় আচিনে ১৪ জন এবং মীনা জেলাতে তিন আইএস জঙ্গিকে হত্যা করা হয়।

আফগানিস্তানে ওই প্রদেশে গত এক বছর ধরে মার্কিন সেনারা আফগান সেনার সঙ্গে যৌথভাবে আইএস নিধনে অভিযান চালাচ্ছে। এই সময়ে আকাশ পথে শতাধিক হামলা চালায় দেশটির বিমানবাহিনী। মাটিতে অপারেশন চালানোর জন্য স্পেশাল ফোর্সও নামানো হয়। এদিকে নানগারহার প্রদেশসহ আটটি প্রদেশে বেশ কিছুদিন আগে ২৪ ঘন্টার সেনা অভিযানে মোট ৭৬ জঙ্গিকে হত্যা করে আফগান সেনারা। ওই ৭৬ জঙ্গির অন্তত তিনজন তালেবান কমান্ডার ছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এই মুহূর্তে আফগানিস্তানে ১৪ হাজার মার্কিন সেনা রয়েছে। আফগান বাহিনীকে প্রশিক্ষণ ও শান্তি-স্থাপনে তারা কাজ করছে বলে জানা গেছে।

সুত্র: এএনআই
এমজে/