ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

টানা টিভি দেখার নেশা সিগারেটের মতোই ক্ষতিকর : গবেষণা

প্রকাশিত : ০৪:২১ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

যারা রোজ গড়ে তিন ঘণ্টা বা তার বেশি সময় ধরে টিভি দেখেন, তারা সাধারণত দ্রুত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে।  
মূলত টানা বসে টিভি দেখার সঙ্গে দুর্বল স্বাস্থ্যের সম্পর্ক খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তাঁদের সমীক্ষা বলছে, আশি শতাংশ প্রাপ্ত বয়স্ক আমেরিকান দিনে গড়ে সাড়ে তিন ঘণ্টা করে টিভি দেখেন।
গবেষকদের দাবি, এক টানা বেশি সময় ধরে টিভি দেখলে ক্যানসার বা কার্ডিওভ্যাসকুলার অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। টিভি দেখার নেশা ডেকে আনতে পারে ডায়াবেটিস, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, পারকিনসন্স এবং লিভারের একাধিক সমস্যা।
এই সমীক্ষার ফল আমেরিকান জার্নাল অব প্রেভেনটিভ মেডিসিনে প্রকাশিত হয়েছে।

সূত্র : জিনিউজ।