ঢাকা, মঙ্গলবার   ০২ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ১৭ ১৪৩২

না ফেরার দেশে শিল্পী শাম্মী আক্তার

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার আর নেই। ক্যান্সারের সাথে লড়াই করে মঙ্গলবার না ফেরার দেশে চলে যান এই কণ্ঠশিল্পী।

রাজধানীর চামেলীবাগে নিজের বাড়িতে বিকেল সাড়ে ৪টার দিকে শাম্মী আক্তারের মৃত্যু হয় বলে তার স্বামী আকরামুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন।

‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’,‘আমি যেমন আছি তেমন রব, বউ হবো না রে’, ‘ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না’, - এ রকম অনেক জনপ্রিয় গানের শিল্পী ছিলেন শাম্মী আক্তার।

আকরামুল ইসলাম বলেন, আজ বিকাল ৪টার দিকে শাম্মীর শারীরিক অবস্থার অবনতির দিকে গেলে তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তাকে হাসপাতালে নেওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।

 

আর