ঢাকা, শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫,   ভাদ্র ১৪ ১৪৩২

সোস্যাল ইসলামী ব্যাংকের দারুস সালাম শাখা উদ্বোধন

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৯:১৭ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার

ঢাকার মিরপুর-সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ১৩৯তম শাখা ‘‘দারুস সালাম রোড শাখার উদ্বোধন করা হয়েছেব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোমবার শাখাটির উদ্বোধন করেন

উদ্বোধনী অনুষ্ঠানে সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, পরিচালক মো. নবী উল্লাহ এবং পরিচালক ড. মো. জাহাঙ্গীর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ বলেন, এলাকার ব্যবসা-বাণিজ্য প্রসারে এবং আর্থ-সামাজিক উন্নয়নে সোস্যাল ইসলামী ব্যাংকের এই শাখাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি এ শাখাটি ব্যাংকের ধারাবাহিক উন্নয়নে সর্বাধিক অবদান রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোস্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম সহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আরকে//