ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

ঢাবি সিনেট নির্বাচন

গণতান্ত্রিক ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:২৫ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ১১:১০ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮ বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ জানুয়ারি শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে গণতান্ত্রিক ঐক্য পরিষদের ২৫ সদস্যের ঘোষিত প্যানেল প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে গণতান্ত্রিক ঐক্য পরিষদের যুগ্ম-আহবায়ক ও সিন্ডিকেট সদস্য এস এম বাহলুল মজনুন (চুন্নু) পরিষদের প্রার্থীদের পরিচিতি তুলে ধরে তাদেরকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্য পরিষদ গঠিত হয়েছে।

গণতান্ত্রিক ঐক্য পরিষদ বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করে যাবে বলেও জানান বক্তারা।

গণতান্ত্রিক ঐক্য পরিষদের ২৫ জন প্রার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. অসীম সরকার, একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী এ আর এম মনজুরুল আহসান বুলবুল (ব্যালট নং-০৮), শিল্প উদ্যোক্তা ও বীর মুক্তযোদ্ধা এ এইচ এম এনামুল হক চৌধুরী (খসরু), অধ্যাপক ড.এ এস এম মাকসুদ কামাল, জনতা ব্যাংকের ফাস্ট এজিএম এ বি এম বদরুদ্দোজা, ডা. এম ইকবাল আর্সলান, এম. ফরিদ উদ্দিন, ড. এমরান কবির চৌধুরী, এস এম বাহালুল মজনুন (চুন্নু), ড. জিনাত হুদা ওয়াহিদ, অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী, নিজাম চৌধুরী, অধ্যাপক মহফুজা খানম, ড. মুহাম্মদ আবদুস সামাদ, মো. আতাউর রহমান প্রধান, অধ্যাপক ডা. এম এ আজিজ, মো. আলাউদ্দীন, মো. নাসিরউদ্দিন, ড. মো. লিয়াকত হোসেন মোড়ল, রঞ্জিত কুমার সাহা, রামেন্দু (কৃষ্ণ) মজুমদার, শরীফ আহমাদ সাদী এবং অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার উপস্থিত ছিলেন।

সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫জন প্রতিনিধি নির্বাচনে ঢাকার বাইরের ৪২টি কেন্দ্রে ৬ই জানুয়ারি এবং ১৩ই জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

আগামী ২০ জানুয়ারি ঢাকায় ৩টি কেন্দ্রে তিন দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পুর্বে যারা নির্দিষ্ট দিনে ভোট দিতে পারেন নি তারা চাইলে ২০ জানুয়ারি ভোট দিতে পারবেন। একজন ভোটার মোট ২৫টি ভোট দিতে পারবেন। কিন্তু এর বেশি ভোট দিলে ভোটারের সকল ভোট বাতিল বলে গণ্য হবে।

আগামী ২১শে জানুয়ারি ২০১৮ রবিবার ফলাফল ঘোষণা করা হবে।

 

এম/টিকে