ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

শিশু আলপনা হত্যায় দুই আসামির ফাঁসি বহাল

প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

ঝিনাইদহের মহেশপুরে শিশু আলপনা খাতুনকে ধর্ষণ ও হত্যার দায়ে দুই আসামির ফাঁসির রায় বহাল রেখেছে হাইকোর্ট। এ মামলায় ডেথ রেফারেন্স, জেল আপিল ও দুই আসামির আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আসামিরা হলো- মো. সাইফুল ইসলাম ও মো. আরিফ হোসেন। সাত বছর আগে জেলা জজ আদালতে তাদের ফাঁসির রায় হয়েছিল।

হাইকোর্ট রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল, সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম আজাদ খান, সৈয়দা সাবিনা আহমেদ, মারুফা আক্তার শিউলি। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও আফিল উদ্দিন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে ঝিনাইদহের মহেশপুরে পাট ক্ষেতে নিয়ে সাত বছরের শিশু আলপনাকে ধর্ষণের পর হত্যা করে আসামি সাইফুল ইসলাম ও আরিফ হোসেন।

ওই ঘটনায় ২০০৮ সালের ২৬ জুন ঝিনাইদহের নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন আলপনার বাবা তোরাব আলী। বিচার শেষে ২০১১ সালে আদালত দুই আসামির ফাঁসির রায় দেন।

ওই রায়ের পর কারাগারে থাকা দুই আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য হাইকোর্টে আসে। প্রায় এক মাস শুনানির পর আজ বৃহস্পতিবার রায় দিল হাইকোর্ট।

 

আর/টিকে