ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

বই ছাপা হচ্ছে মান্ধাতার আমলের ছাপাখানায়

প্রকাশিত : ০৯:৪০ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:২৮ এএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার

আধুনিক প্রযুক্তির কল্যাণে উন্নত বিশ্বে যেখানে পাঠকের হাতে তুলে দিচ্ছে ঝকঝকে বই, সেখানে দেশে বই ছাপা হচ্ছে মান্ধাতার আমলের ছাপাখানায়। এই প্রক্রিয়ার অধিকাংশ কাজই করা হয় হাতে। এ নিয়ে ক্ষোভ রয়েছে প্রকাশকদের। এতো কিছুর পরও একুশে বইমেলায় পাঠকের হাতে নতুন বই তুলে দিতে সচেষ্ট তারা।



এই দৃশ্য উন্নত বিশ্বের যেখানে ছাপ হয়। অত্যাধুনিক মেশিনে ছাপা হচ্ছে বই। সময়ের বাস্তবতায় কমানো হয়েছে হাতের ছোঁয়া। কম্পিউটারে কমান্ড দিলেই চালু হয় মেশিন।

কোনো কোনো ক্ষেত্রে মেশিনে ছাপার পর হাতের স্পর্শ ছাড়াই বেরিয়ে আসে সম্পূর্ণ বই হয়ে।

তবে, এই প্রযুক্তি বাংলাদেশে নেই। দেশে এখনো বই ছাপা হয় পুরনো মেশিন দিয়ে।

একটি ছাপাখানার মালিক জানালেন, এই মেশিনটি তৈরি হয়েছে ১৯৭৫ সালে। আর তিনি আমদানি করে এনেছেন কিছুদিন আগে। এ মেশিনেই ছাপা হচ্ছে এবারের বই মেলার বইসহ আরো অনেক বই।


এই মেশিনটির মতই পুরনো দেশের বেশিরভাগ ছাপার মেশিন। ছাপাখানার মালিকরা বলছেন, নতুন মেশিন আনার সামর্থ্য যেমন তাদের নেই, তেমনি খরচ তোলার বিষয়ও রয়েছে।

প্রকাশকরা বলছেন, প্রকাশনাকে শিল্প হিসেবে ঘোষণা করলে বাড়বে ছাপার মান। একইসঙ্গে পাঠক পাবে ঝকঝকে বই।

তারপরও সামর্থ্য অনুযায়ি দেশের সর্ববৃহৎ বই মেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।

টিকে