ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

প্রাথমিক সমাপনীর ফলে ৮০হাজার আপত্তি

প্রকাশিত : ১২:০৩ এএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ১২:২৮ এএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার

গত মাসে প্রকাশিত হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে আপত্তি জানিয়েছে ৭৯ হাজার ৭০৯ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে কেউ প্রাপ্ত ফল বাড়ানো, অনেকেই ফেল থেকে পাস করার জন্য আবেদন করেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই)র সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী অনুজ কুমার রায় বলেন, ফল প্রকাশের পরের দিন তথা ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে ৭৯ হাজার ৭০৯ জন শিক্ষার্থী ফল পরিবর্তনের জন্য আবেদন করে। ২০দিন পর অর্থাৎ ৪ ফেব্রুয়ারি এ পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করার কথা জানান তিনি।

ডিপিই কর্মকর্তারা জানান, চলতি বছর প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে ফল পুনর্নিরীক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগে থানা শিক্ষা অফিসার বরাবর এ আবেদন করত শিক্ষার্থী ও অভিভাবকরা। চলতি বছর টেলিটক মোবাইলের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এ আবেদনের উদ্যোগ নেয়া হয়। তবে খাতা পুনর্নিরীক্ষণ আগের মতোই জেলা ও উপজেলা শিক্ষা অফিসারের সহায়তা নেবে ডিপিই।

 

এম/টিকে