ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:২৬ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার

ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছে টাইগার বাহিনী। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করল মাশরাফিরা।

এর আগে রানের দিক থেকে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১২ সালে খুলনায় ১৬০ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। আর শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের বড় জয়টি ছিল ৯০ রানে। গত বছর শ্রীলঙ্কা সফরে এই জয় পেয়েছিল বাংলাদেশ।

আজকের ম্যাচে টাইগারদের দেওয়া রানের পাহাড়ের নিচে আগেই চাপা পড়েছিল লঙ্কানরা। এবার ব্যাটসম্যানদের দেখানো পথেই হেঁটেছে বোলাররা। বাংলাদেশের দেওয়া ৩২১ রানের লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কা ৩২.২ ওভারে গুটিয়ে যায় ১৫৭ রানে।

দ্বিতীয় ওভারে নাসিরে অফ স্পিনে বোল্ড হয়ে ফেরেন কুশল ফেরেরা। এরপর ভালভাবেই দলকে এগিয়ে নিচ্ছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান উপল থারাঙ্গা। তবে শেষ পর্যন্ত মাশরাফির বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২৫ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

এরপর কুশল মেন্ডিজকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে জোড়া আঘাত হানেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। এদিকে মাশরাফির আঘাতের পর কাটার বয় মোস্তাফিজও তুলে নেন নিরশান ডিকওয়েলার উইকেট। মাত্র ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

এরপর দিনেশ চান্দিমালকে রান আউট করার পর অ্যাসেলা গুনারত্নকে ফিরিয়ে দেন সাকিব। একই ওভারে ফিরিয়ে দেন হাসারাঙ্গাকে। প্রথম ম্যাচের আজকের ম্যাচেও তিন উইকেট লাভ করেন সাকিব। ব্যাটিংয়ে ধারাবাহিক পারফন্সের পর বোলিংয়েও দারুণ ধার দেখিয়েছেন সাকিব। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে টাইগাররা সংগ্রহ করেন ৩২০ রান। তামিম-সাকিব ও মুশফিকের হাফ সেঞ্চুরির উপর ভর করে এ রানের পাহাড় গড়ে টাইগার বাহিনী।

 

আর/টিকে